যেমনই হোক পরিস্থিতি
থেমে থাকবে না প্রস্তুতি
নিজস্ব সফট্ওয়্যার টিমের সার্বক্ষণিক তত্ত্বাবধানে কর্নিয়া এর রয়েছে দেশসেরা অনলাইন লার্নিং প্লাটফর্ম । যেকোনো সরকারি বিধি-নিষেধের কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলে সকল কার্যক্রম অনলাইনে চলমান থাকবে। ফলে শিক্ষার্থীদের ধারাবাহিক প্রস্তুতিতে কোনো প্রকার বিঘ্ন ঘটবে না। উল্লেখ্য যে, অনলাইনেও শিক্ষার্থীদের সুষম প্রস্তুতি নিশ্চিতকরণে অফলাইন MCQ পরীক্ষার অনুরূপ অনলাইনে MCQপরীক্ষা নিয়ে থাকে